মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড় থানার উদ্যোগে ইফতার ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। রবিবার (১৭ই মার্চ) ১০টায় রামগড় উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে থানার সকাল ১১.০০ ঘটিকার রামগড় থানাধীন নিতাই বৈষ্ণব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সহিত শিশু দিবস উদযাপন ও ছাত্রী-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করার পর ১২টায় রামগড় থানা প্রাঙ্গনে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন,রামগড় পৌরসভার বল্টুরামটিলা ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক,রামগড় থানার এসআই মহসিন মিয়া ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান, এ ধরনের মানবিক সহায়তা রামগড় থানার উদ্যোগে সর্বদা চলমান থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত