সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।।
পাংশা থানা পুলিশ কর্তৃক অভিযানে ০১ জন ধর্ষণ মামলার আসামীসহ মোট ০৩ জন নিয়মিত মামলা আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১২ই মার্চ সন্ধ্যায় ওসি ‘স্বপন কুমার মজুমদার’ এক প্রেস নোটের মাধ্যমে জানান,পাংশা থানাধীন যশাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্রী ভিকটিম মোছাঃ সুপ্তা খাতুন (১০) এর ধর্ষণ মামলার পলাতক আসামী ১। মোঃ নজরুল ইসলাম@দুলাল বিশ্বাস (৫৯), গ্রেফতার করে পুলিশ। সে যশাই গ্রামের মোঃ মোজ্জাম্মেল বিশ্বাস এর ছেলে।
এছাড়াও, পাট্টা ইউনিয়নের পাট্টা এলাকা হইতে কিয়াম উদ্দিন এর ছেলে নিয়মিত মামলার আসামী ২। রাশিদুল (৩৩),কে ও ঢেঁকি পাড়া গ্রামের মৃত মোসলেম শেখ এর ছেলে ১। রফিক শেখ(৪২),কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।