মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় সোনাইপুল বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মুদি দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবান (১৩ মার্চ) দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রামগড় সোনাইপুল বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে জসিম স্টোরে মেয়াদউত্তীর্ণ মালামাল থাকা ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রামগড় উপজেলার সদর, পৌরবাজার ও আশে পাশের এলাকার বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান রক্ষায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান নিয়মিতই চলবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত