আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। ইফতারের প্রধান উপকরণ চিনি ও খেজুর না পেয়ে অসন্তুষ্ট রোজাদারীরা!
১৩ মার্চ বুধবার সকালে উপজেলা সদর মুসলিম পাড়া টিসিবি পণ্য বিতরণ কেন্দ্রে সদর ইউপি'র ২১৩৬ কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রতি কার্ডধারী ৪৭০ টাকার বিনিময়ে পাচ্ছেন ২ কেজি তেল,২ কেজি ডাল ও ৫ কেজি চাউল । তবে ইফতারের উপকরণ চিনি, খেজুর না থাকায় রোজদারী কার্ড হোল্ডারদের অনেকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে! টিসিবি'র ডিলার ক্লিনটন বড়ুয়া জানান, চিনি, খেজুর জেলা, উপজেলার বরাদ্দে থাকে না। এগুলো মহানগর এলাকায় বরাদ্দ হয়!
বিক্রি উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ইউপি সদস্য মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, মো. মনির হোসেন ভূঁইয়া ও টিসিবি ডিলার ক্লিনটন বড়ুয়া উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত