মোঃ সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
মঙ্গলবার (১২ মার্চ ) খাগড়াছড়ি জেলার পূর্ব ইসলামপুর দারুলউলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়,জেলা পুলিশ সুপার মুক্তা ধর এর উদ্যোগে অত্র মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ইফতার এর আয়োজন করা হয়।
এসময় জেলার পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করা হবে। এসময় পুলিশ সুপার মাদ্রাসার সকল এতিম ছাত্রদের খোঁজ নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। তিনি ছাত্রদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের ছাত্রদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার তাগিদ দেন এবং যে কোনো প্রয়োজনে পুলিশ সুপার সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরবর্তীতে তিনি এতিম ছাত্রদের সাথে দোয়া ও মুনাজাত এ অংশগ্রহণ করেন এবং এতিম ছাত্রদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত