মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারায় বাজার মনিটরিং কালে গুইমারা বাজারের তিন টি দোকানে মামলার মাধ্যমে প্রত্যেককেই এক হাজার করে, মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দোকানে মূল্য তালিকা না টাঙানো, রাস্তা দখল করে ব্যবসা করা, পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। ১১মার্চ (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী বাজার মনিটরিং কালে এ জরিমানা করেন।
এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন পবিত্র রমজান মাসে কোনো ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ পণ্য, ভেজাল পণ্য, পণ্যের নির্ধারিত দামের চাইতে বেশি নেওয়া হয়েছে এমন হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারের আইন শৃঙ্খলা ঠিক রাখতে সকল ব্যবসায়ীদের সচেতনতা মুলক সহযোগিতা চান। আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত