আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। দাম বেশি রাখায় তিনটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার মানিকছড়ি বাজার( রাজবাজার) মনিটরিং করতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ও বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল উপস্থিত ছিলেন। মুদি দোকান, ফলের দোকান ও মোরগের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে তিনটি মামলায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকল দোকানে বাধ্যতামূলক মূল্য তালিকা ঝুলানো ও অযথা মূল্য বৃদ্ধি না করে কম লাভে মালামাল বিক্রি করার জন্য সকল দোকানদারকে সর্তক করা হয়।