ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল ১০ ঘটিকায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুসু খীসা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা প্রমুখ।
সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় বক্তারা বলেন, বর্তমানে দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যপক প্রস্তুতি রয়েছে শুধু প্রয়োজন অধিক জনসচেতনতা, বিশেষ করে আকস্মিক বন্যায় দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ করতে হবে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে চলে যেতে হবে এইসব বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
বাঘাইছড়িতে অতি বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় আর বন্যায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে শিশুদের সাতার সেখানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত