বাংলাদেশ পুলিশে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ পুলিশ সুপার (এসপি)। একজন এসপি জেলা পুলিশের সর্বেসর্বা। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে তিনটি জেলায় তিনজন নারী পুলিশ সুপার রয়েছেন। তারমধ্যে কর্মদক্ষতা ও দ্বায়িত্ব পালনে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর অন্যতম।
একজন নারী হয়েও নিজের মেধা, যোগ্যতা, সাহসিকতা ও দক্ষতার প্রমাণ দিয়ে অন্যান্য জেলার পুরুষ পুলিশ সুপারদের সঙ্গে সমানতালে কাজ করছেন তিনি। ক্লু লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, দুর্ধর্ষ আসামিদের গ্রেফতার, সন্ত্রাসী দমন ও মাদক কারবারিদের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি জনমনে বেশ সারা ফেলেছে।
এছাড়া অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায়ও রয়েছে তার অবদান। এছাড়া নারী নির্যাতন, পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ, একতরফা তালাকের ক্ষেত্রে দেনমোহর ও খোরপোষ আদায় এবং যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে তার বিশেষ নির্দেশনা রয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও কাজ করছেন তিনি।
জানা যায়, মুক্তা ধর ২০২৩ সালের ৭ আগস্ট খাগড়াছড়ি জেলায় প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। পৈতৃক বাড়ি নেত্রকোনায় হলেও জন্মস্থান দিনাজপুরে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত