• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

মানিকছড়িতে বাইক রাইডার্সের বর্ষপূর্তি উদযাপন

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ২১৩ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

নানা আনুষ্ঠানিকতা খাগড়াছড়ির মানিকছড়ি বাইক রাইডার্সের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা সদরের আমতল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা অর্ধশতাধিক বাইক রাইডার্স সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বাইক শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কের অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। পরে পার্কে না এডভেঞ্চার এক্টিভিটিজ উপভোগ শেষে মধ্যভোজে যোগদেন বাইকাররা।

বিকেলে সকল সদস্যদের উপস্থিতিতে বর্ষপূর্তির কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন।

এছাড়াও বাইক রাইডার্স মো. রেজাউল করিম ও রবিউল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকছড়ি বাইক রাইডার্সের এডমিন মো. সাকিব, মো. শাখাওয়াত হোসেন ও মো. আশরাফুল ইসলামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত বাইক রাইডার্স সংগঠনের প্রতিনিধিগণ। এসময় বর্ণাঢ্য আয়োজনের জন্য অংশগ্রহণকারী বিভিন্ন বাইক রাইডার্স সংগঠনের পক্ষ থেকে মানিকছড়ি বাইক রাইডার্স সংগঠনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি আয়োজনে অংশ নেয়া ও বাইক রাইডার্স সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন মানবিক ও সামাজিককাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় অন্যান্য সংগঠনগুলোকেও বিশেষ সম্মাননা প্রদান করে মানিকছড়ি বাইক রাইডার্স।

পরে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে লটারির ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী বর্ষপুর্তির আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ