মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাছিনা আক্তার,গুইমারা থানার এসআই (নিঃ) মোঃ সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন, গুইমারা কলেজের প্রভাষক মোঃ কামরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি মোঃ নুরুল আলম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
উক্ত আলোচনা সভায় আলোচকরা নারীদের নিরাপত্তা, সু-শিক্ষা, সাস্থ্য ও কর্ম দক্ষতার বিষয়ে কথা বলেন। একটি পরিবারের নারী ভালো থাকলে, একটি মহল্লা, একটি সমাজ, একটি গ্রাম, ধারাবাহিক ভাবে একটি দেশ ও জাতী অবকাঠামো গত ভাবে সুস্থ, সুন্দর,থাকবে একটি উন্নত জাতী ও রাষ্ট্রগঠনে নারী ক্ষমতায়নের বিকল্প নাই, তাই নারীদেরকে সামাজিক ভাবে সচেতনতা সৃষ্টির মাধ্যমে শক্তিশালী করে তোলতে হবে বলেও মনে করেন তারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত