• সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী দেশ সংস্কারে নির্বাচন দিয়ে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাঘাইছড়িতে শান্তি সম্প্রীতির লক্ষে স্থানীয় সুশীল সমাজের মত বিনিময় সভা চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা, হিন্দু মুসলিম আহত ১০  নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নারী ভক্তদের সিঁদুর খেলা অনুষ্ঠিত বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে দেবীকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা  উন্নয়ন কর্মকান্ড ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বিএনপি   রাজস্থলীতে ৪ টি পূজা মন্ডবে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ দুই জন আটক

মাটিরাঙ্গায় বাজার মনিটরিংয়ে ইউএনও

স্টাফ রিপোর্টার / ১৮১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

 

সরকার ঘোষিত মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিংয়ে নেমেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাজার মনিটরিং করেন তিনি।

এসময় মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: হাসান মাহমুদ, মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. রুহুল আমিন ও সাধারন সম্পাদক মো. সোহাগ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী নিত্যপণ্যের দাম বেড়ে না যায় এবং ভেজাল পণ্য না দেয়া হয় এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।

মনিটরিংকালে মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: হাছান মাহমুদসহ পুলিশ সদস্য ও বাজার ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর আলম বলেন, প্রশাসন আর বাজার ব্যবস্থাপনা কমিটি যৌথভাবে বাজার মুল্য নিয়ন্ত্রণ করা হবে। শুধু রমজান মাসেই নয় আমরা কখনোই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিত্যপন্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টির বিরুদ্ধে স্বোচ্ছার থাকবে।

বাজার মসনিটরিং শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়ার এবং ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করে তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি ব্যবসায়ীরা যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে দিকেও আমরা সতর্ক নজর রাখবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ