আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে ৫০ লিটার মদ, একটি মাইক্রোবাস,একটি মোটরসাইকেলসহ ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় অভিযান চালায় থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেনও সঙ্গীয় ফোর্স। এ সময় ৩০ লিটার চোলাই মদ ও একটি মাইক্রোবাসসহ পাচারকারী প্রদীপ কান্তি নাথ(৩০), পিতা- প্রফুল্ল কুমার নাথ ও চন্দন নাথ(২২) পিতা- মিলন নাথ, উপজেলা হাটহাজারীকে আটক করা হয়।
অপর অভিযানে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের স্বাগত এলাকার অদূরে সড়ক থেকে ২০ লিটার চোলাই মদসহ একটি মোটরসাইকেল নিয়ে ২পাচারকারীকে আটক করেন উপ-পরিদর্শক ঝন্টু চন্দ্র দে। আটক ব্যক্তিরা হলেন, খাগড়াছড়ি সদরের শ্রী ইমন দাশ(৩২) পিতা- অনিল কুমার নাথ ও মাদল বড়ুয়া(৩২), পিতা- রবীন্দ্র লাল বড়ুয়া।
বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল উদ্দিন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত