আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
“করবো বীমা, গড়াবো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয় । পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অতিথি ছিলেন,
ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর জেনারেল ম্যানাজার মোহাম্মদ আলফাজ হোসাইন, এরিয়া ম্যানেজার, মো. আহসানুল কবির আশরাফ, উপজেলা প্রকৌশলী মো. মহব্বত আলী, উপ-পরিদর্শক(এস.আই) মোহাম্মদ আওলাদ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৬০ সালে ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে বীমা আইন সংশোধন করে বীমা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ গঠন করেন। বঙ্গবন্ধুর কর্মজীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।