মো. আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি)
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে প্রান্তিক অসহায় মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানবতার সেবায় লংগদু জোন
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে প্রান্তিক অসহায় মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় এতিম ছাত্র এবং স্থানীয় বিভিন্ন মন্দিররে মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষে রাঙ্গামাটি লংগদু সেনাজোন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় লংগদু জোনের মাল্টিপারপাস সেড কক্ষে পাহাড়ী বাঙ্গালী চার শতাধিক মানুষর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি উপস্থিত থেকে এসব শীতবস্ত্র সাধারণ মানুষের হাতে তুলেদেন।
এসময় অত্র জোনের উপ- অধিনায়ক মেজর আহমেদ ফারসাদ কবির সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।