• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে বিএনপি’র কর্মী সমাবেশে ব্যাপক সমাগম দুই যুগ পরে দখল-দূষণ থেকে মুক্তি পাচ্ছে লামা বাজার পুকুর কেপিএম উৎপাদন চালু রাখার দাবিতে মানববন্ধনে বক্তারা: কেপিএম ২৪ ঘন্টার মধ্যে উৎপাদনে না গেলে কঠোর কর্মসূচি বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মতবিনিময় করেন ডিআইজি আলমগীর রহমান রেঞ্জ রাজশাহী মানিকছড়িতে বিএনপির বিশাল কর্মী সমাবেশ মানিকছড়িতে রোগাক্রান্ত মুরগী লোকালয়ে বিক্রি! রোগ ছড়িয়ে পড়ার আশংকা সিন্দুকছড়িতে মানবতা ও সমাজ কল্যাণে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবা নবীনগরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফ ০১ কর্মী আটক কাপ্তাই স্পীল ওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলুটিলায় ই-টিকেট কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান 

মহালছড়িতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

রিপন ওঝা, মহালছড়ি: / ১৪১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

(রিপন ওঝা,মহালছড়ি)

সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায়
যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত।

ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাতে ফুল নিয়ে
আলোকসজ্জাহীন ১ম প্রহরের ১২.০১ মিনিটে শহীদ মিনার ও উপজেলা পরিষদ ভবনে আলোকসজ্জা ছিলো না। মোবাইল ও টর্চ লাইটের আলো জ্বালিয়ে উক্ত দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মহালছড়ি থানা, উপেজলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস(এমএন লারমা), ইউপিডিএফ(গণতান্ত্রিক), মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, ফরেস্ট ডিপার্টমোন্ট, মারমা উন্নয়ন সংসদ, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ, মহালছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদ, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, মহালছড়ি মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখা, ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি,
আলোর ফেরিওয়ালা, বিডি ক্লীন, রেড ক্রিসেন্ট, শাপলা সংঘ সহ নানা সামাজিক সংগঠন এবং মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল, মহালছড়ি শিশুমঞ্চ এনজি স্কুল, সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আজকের মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর এক মিনিট নিরবতা পালন করা হয়। পুস্প স্তবক অর্পণ শেষে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ও শিল্পকলার ছোট্টকক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের রচনা চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্যে যে, মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে বাংলাদেশ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ