রিপন ওঝা, মহালছড়ি
মহান ২১ফেব্রুয়ারির ১ম প্রহরে প্রশাসনের উদাসীনতায়
আলোক সজ্জাহীন রাতের আধারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহালছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
আলোকসজ্জাহীন রাতের আধারে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মুহুর্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও স্থানীয় সাংবাদিক, জনগণ উপস্থিত ছিলেন। তবে উপজেলার আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ অফিস) কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
আলোকসজ্জাহীন ১ম প্রহরের ১২.০১ মিনিটে শহীদ মিনার ও উপজেলা পরিষদ ভবনে আলোকসজ্জা ছিলো না। মোবাইল ও টর্চ লাইটের আলো জ্বালিয়ে মহালছড়ি থানা, উপেজলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস(এমএন লারমা), ইউপিডিএফ(গণতান্ত্রিক), মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, ফরেস্ট ডিপার্টমোন্ট, মারমা উন্নয়ন সংসদ, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ, মহালছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদ, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, মহালছড়ি মৎস্য উন্নয়ন কর্পোরেশন, ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি, নানা সামাজিক সংগঠন মহালছড়ির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
তবে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় আলোকসজ্জায় সজ্জিত করে মাঠ আলোয় আলোকিত করেছেন।আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
১৯৫২ এর ভাষা শহীদ, ৭১ এর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শহিদদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত