পাহাড়ে ধারাবাহিক মানবিক কর্মখান্ডের অংশ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীধ দিবসকে সামনে রেখে ভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। দিনব্যাপী প্রায় ছয়‘শ মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
বুধবার (২১ ফেব্রæয়ারি) গুইমারা রিজিয়নের অধীন গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের এমন মানবিক তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম কয়েকটি গ্রামের মানুষ বরাবরই চিৎিসা সেবা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে দুর্গম জনপদের চিকিৎসা সেবা বঞ্চিত দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সেনাবাহিনী বরাবরই পাহাড়ী জনপদে মানবিক কর্মখান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ভাষা শহীদদের স্মরনে দুর্গম জনপদে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। চিকিৎসা সেবা পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত