মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ একজনকে আটক করেছে জেলা পুলিশ।
১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে খাগড়াছড়ি জেলার সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে তনয় চাকমার ব্যাটারী চালিত ইজিবাইকের ভিতর থেকে ১৯১ কার্টুন SILVER NANO ORIS ব্র্যান্ডের বিদেশী সিগারেট সহ তনয় চাকমাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য (১৯১X১০০০) = ১,৯১,০০০/- (এক লক্ষ একানব্বই হাজার) টাকা।
বর্ণিত ঘটনায় আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তনয় চাকমা, খাগড়াছড়ি সদর থানার ভাইবোনছড়া ইউনিয়নের, চিত্তরঞ্জন পাড়ার বরেন্দ্র চাকমার ছেলে। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত