কাপ্তাই উপজেলাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি ও লকগেইট এলাকায় ঝুঁকিপূর্ন ভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রচারণা চালিয়েছেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী।
গত শনিবার বিকেলে তিনি কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফকে সাথে নিয়ে এই প্রচারণা চালায়।
এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে এসিল্যান্ড বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। এই এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে শত শত পরিবার বসবাস করছে। প্রায়ই এই এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। তাই ঝুঁকি নিয়ে বসবাসকারীদের স্থানীয় আশ্রয় কেন্দ্র কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহণের অনুরোধ করেন।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ঈদুল আযহার দিন থেকে প্রতিদিন টানা বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টি হওয়ায় পাহাড় ধসের ঝুঁকিও বেড়ে গেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত