হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার, (১১ ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন কোম্পানি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবজোম পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. বীর মুক্তিযোদ্ধা ডাঃ সেলিম উল্লাহ খান, খোন্দকার পাড়া আল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসা সুপার ছিদ্দিক নুরী, অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা ফজলুল হক, তাজিয়াকাটা সুমাইয়া রাঃ বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুর রহমান, আব্দুল কাদের, শফিউল আলম, মহেশখালী প্রেসক্লাবের সদস্য বদরুন্নেছা হ্যাপী করিম ও আবু তাহের অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে মাদ্রাসার সহ-সুপার মাওলানা আলী রেজা ও মাওলানা আইয়ুব রহমানের এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সুপারিন্টেনডেন্ট মাওয়ালা আজাহারুল ইসলাম।
আলোচনা সভা শেষে অতিথিরা
২০২৩ সালের দাখিল পরীক্ষায় উপজেলা পর্যায়ে এ প্লাসে প্রথম স্থানে গৌরব অর্জনে ৪ জন মেধাবী শিক্ষার্থীদের নগদ ১০ হাজার করে পুরস্কার করেন, পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র সোহেল চৌধুরী।
মাদ্রাসা কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪৫ টি ইভেন্টে বিজয়ী মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত