খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরী পিস্তল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর-বরঝালা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ ও নিরাপত্তাবাহিনী সুত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর, বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল চাঁদাবাজির উদ্দ্যেশ্যে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী-পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে দুই রাউন্ড কার্তুজ সহ একটি দেশীয় তৈরী পিস্তল উদ্ধার করা হয়।
১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি জানান, উদ্ধার করা দুই রাউন্ড কার্তুজসহ দেশীয় পিস্তলটি মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে মাটিরাঙ্গা জোনের এমন অভিযান অব্যাহত থাকবে।