সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে “জয় বাংলা” ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন মাঠে এ খেলা শুরু হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলায় অংশগ্রহণ করছে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৩২ টি দল দুগ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি জ্যােতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
উদ্বোধনী খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদ ২-১ সেটে পল্লী বিদ্যুৎ সমিতি, গোয়ালন্দ দলকে পরাজিত করে এবং ২য় খেলায় গোয়ালন্দ পৌরসভা ২-০ সেটে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ দলকে, ৩য় খেলায় গোয়ালন্দ ঘাট থানা ২-০ সেটে ইসলামি ফাউন্ডেশন দলকে, ৪র্থ খেলায় কৃষি অফিস ২-০ সেটে যুব উন্নয়ন অফিসকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। পরবর্তী খেলাগুলো ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে যথারীতি চলবে।
উদ্বোধনী খেলায় চমৎকার খেলা প্রদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোয়ালন্দ উপজেলা পরিষদ দলের অধিনায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত