নিজস্ব সংবাদদাতাঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া বাজারে অবৈধ ফুটপাত দখল মুক্ত ও বান্দরবান, রাঙামাটি বাস অন্যথায় সড়ানো সিএনজি,মাহিন্দ্রা টমটম নিদিষ্ট স্থানে রাখার ও বাজার সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ৭ই ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় আলোচনা উঠে আসেন বাঙ্গালহালিয়া বাজার টি সব সময় যানজট ও ফুটপাত দখল থাকে,সে বিষয় নিয়ে গুরুত্বসহকারে পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে নির্বাহী অফিসার বলেন অনেক বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজার। এই বাজারটিতে শুধু বাঙ্গালহালিয়া বাসীই নয়,এইখানে বাজার বা কেনাকাটা করেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ। এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যাবসায়িক প্রাণ কেন্দ্র হিসেবে অনেক সুনাম রয়েছে বহু আগে থেকে।আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই চৌধুরী, দুইনং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,সহ বিভিন্ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত