মিন্টু কান্তি নাথ, রাজস্থলী উপজেলা(রাঙ্গামাটি)
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ৫ম ধাপের প্রথম পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার তিন টি ইউনিয়নের যথাক্রমে ১ নং ঘিলাছড়ি,২ নং গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া আশ্রয়ণ প্রকল্পের ভুমিহীন গৃহহীন পরিবারের ঘর পরিদর্শন করেন তিনি।
ইউএনও জানান, ৫ম ধাপের প্রথমপর্যায়ে উপজেলায় এ প্রকল্পের অধীনে জমিসহ মোট ৬টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমি সহ গৃহ প্রধান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, বাঙালহালিয়া ,ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। উপকার ভোগী পরিবার সকলেই প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত