মাসুদ রানা ( ঢাকা)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পৃথক ৬টি মামলায় জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাকে জামিন দেন।
একইদিন পৃথক আরও তিন মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে ৬ মামলায় জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে বিএনপির এই নেতাকে।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়। পরে ১ নভেম্বর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত