আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
দুর্নীতি দমন কমিশনের সহযোগী সংগঠন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুর্ণগঠনকৃত কমিটির নেতৃবৃন্দ গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে
সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় সভা করেছেন।
৫ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়ার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুর্নগঠনকৃত কমিটির সদস্যেরা। এ সময় ২০৩-২০২৬ ত্রিবার্ষিক কমিটির ৯ সদস্য বিশিষ্ট পুর্ণগঠিত কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আতিউল ইসলাম, সহ-সভাপতি মো. বশির আহম্মদ( শিক্ষক), অমর কান্তি দত্ত( ব্যবসায়ী), সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দীন(সুপার), সদস্য আবদুল মান্নান( সাংবাদিক), কান্তা বড়ুয়া( শিক্ষক), জেয়াপ্রু মারমা( শিক্ষক), চিংওয়ামং মারমা মিন্টু( সাংবাদিক), মো. আবদুল মান্নান( শিক্ষক)প্রমূখ উপস্থিত ছিলেন। পুর্ণগঠনকৃত কমিটির সদস্যদের পরিচিত পর্বে ইউএনও'কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশে দুর্নীতিই একমাত্র প্রতিবন্ধকতা! পাহাড়ি জনপদে নিয়োগ ও উন্নয়ন ক্ষেত্রে অনেক সময় ভয়াবহ দুর্নীতি হয়! যা উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে এখন বড় প্রতিবন্ধিকতা! এসব দুর্নীতিবাজ ব্যক্তিসহ সকল অন্যায়, ব্যবিচার ও জুলুমবাজদের বিরুদ্ধে জনমত গঠনে নতুন প্রজন্মদের জাগ্রত করে শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সৃষ্টির পাশাপাশি সুনাগরিক গঠনে দুপ্রক কাজ করছে বলেও ইউএনও'কে অবহিত করেন। পরে দুপ্রক সদস্যরা উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের সাথেও স্বাক্ষাত করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত