রিপন ওঝা,মহালছড়ি
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার শাফকাত ভূইয়া, পিএসসি মহালছড়ি শিশু মঞ্চ এনজি স্কুলের নতুন কমপ্লেক্সের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি শিশু মঞ্চ এনজি স্কুলের নতুন কমপ্লেক্সের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন ৪ফেব্রুয়ারি রবিবার ২০২৪খ্রি সকাল ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধক বক্তব্য এসময়ে বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি গত দুই দশক ধরে সকল শিক্ষার্থীদের জন্য আদর্শ এবং সৃজনশীল সকল ক্ষেত্রে অবদান রেখেছে। একই সঙ্গে জনগণের সহানুভূতির সাথে এই বিদ্যালয় উন্নত হয়েছে।
তিনি আরো বলেন বর্তমানে এই স্কুলটি মহালছড়ি উপজেলার একটি সনামধন্য স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং ছাত্র-ছাত্রীর সংখা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অবস্থানে ছাত্র-ছাত্রীদের খেলাধুলার স্থান সহ স্কুলটির জায়গা অনেক স্বল্প পরিসরে হওয়ায় এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় ছাত্র-ছাত্রীর শিক্ষা প্রদান এর বিষয়টি মাথায় রেখে মহালছড়ি জোনের উদ্যোগে নতুন স্থানে স্কুল কমপ্লেক্সের কাজ শুরু হতে যাচ্ছে।
তিনি আরো বলেন ভবিষ্যতে চলমান এ স্কুলটি এমপিওভুক্ত করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে স্কুলটি আরো উন্নত ও আধুনিক শিক্ষা প্রদান করার মূল লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবে বলে স্থানীয় জনগণ আশাবাদ ব্যক্ত করেছে।
এ সময় জোনের উপ অধিনায়ক, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ও শিক্ষা অনুরাগী ভূমিদাতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা একেএম হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক দীপক সেন ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যে যে, মহালছড়ি শিশুমঞ্চ এনজি স্কুলটি গত ২০০৬ সালে সম্মানিত জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামসুল ইসলাম, পিএসসি এর প্রচেষ্টায় মহালছড়ি উপজেলার উন্নত শিক্ষা প্রসারের লক্ষ্যে এবং সাধারণ জনগণের সুবিধার্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত