সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল আপন দুইভায়ের। তারা হলো, মনিরুল ইসলাম(মমিন) (৩২) ও সাইফুল ইসলাম সুমন(২৭),। এরা জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের কদমতলি গ্রামের মোঃ মোকছেদ সরদার এর ছেলে। অত্র এলাকায় বইছে শোকের মাতম।
বুধবার ৩১শে জানুয়ারী রাত ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
আজ ১লা ফেব্রুয়ারী তাদের বাড়ীতে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। মেজ ভাইয়ের কাল বিয়ে আর ছোটজনের পরশু। দুই ভায়ের বিয়েতে যোগদিতে বড়ভাই গাজীপুর থেকে আসছিলো বাড়ীতে,পথিমধ্যে মকবুলের দোকান নামক স্থানে ঘাতক ট্রাক কেড়ে নিলো দুই ভায়ের প্রাণ।
এবিষয়ে আওলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান,ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে অজ্ঞাত আসামি করে একটি গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।