প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৪, ২:৪৫ পি.এম
১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে
শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি।
মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, গুইমারা থানার এসআই মো: জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় মাটিরাঙ্গাতে শান্তি, সম্প্রীতি বজায় থাকার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো : কামরুল হাসান, পিএসসি বলেন, সবাইকে মিলেমিশে থাকতে হবে। একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোর মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে সমাজের উন্নয়নে সকলকে অংশীজন হতে হবে। তবেই আমরা একটা ভালো সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে পারবো।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত