মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরীর মৃত্যু ।
রবিবার (২৮ জানুয়ারি) জেলা সদরের হাসপাতাল সড়কের টিঅ্যান্ডটি গেট সংলগ্ন শহর সমাজসেবার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল কাদের চৌধুরী খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।বাংলাদেশ ছাত্র লীগ খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোকপ্রকাশ করেন, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা তানভীর হাসান বলেন, বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।পরে আহত মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।তবে আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।পরে চট্টগ্রামে নেওয়ার পথে মানিকছড়িতে তার মৃত্যু হয়।তবে দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক।বালুবাহী ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত