ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- বাঘাইছড়ি পৌরসভার কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারী) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন,প্রেসক্লাব সভাপতি দীলিপ দাশ, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, পৌর প্যানেল মেয়র ত্রিদিব দাশ, কাউন্সিলর বাহার উদ্দীন সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর শুক্কুর মিয়া ও বিশিষ্ট জনেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, তিনি আমাদের শিশুদের উপবৃত্তি প্রদান করছেন, বই সহ যাবতীয় শিক্ষা সামগ্রী বিনামূল্যে প্রদান করছেন, তাই আপনাদের শিশুকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আজকের শিশুরাই আগামীর দায়িত্ববান দেশ প্রেমী হয়ে গড়ে উঠবে।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত