হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনা নদী থেকে শুক্রবার গভীর রাতে ১৬ হাজার ৮০০ শত কেজি(৪২০ মন) জাটকা ইলিশ সহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানাযায়, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক সেকশন কমান্ডার এম রফিকুল ইসলাম এর নেতৃত্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর ঢালচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভোলার মনপুরা হতে নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান (হরণি ইউনিয়ন) ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশী করে আনুমানিক ১৬ হাজার ৮শত কেজি (৪২০ মন) জাটকাসহ ১৬ জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়।
এবিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম সারোয়ার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাজু চৌধুরী এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব , অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত