ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় খাগড়াছড়ি সেক্টর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক স্থানীয় গরীব ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন( ৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাগালাড়ারা,মুসলিম পাড়া,১০ নাম্বার বাঘাইহাট, হাজাছড়া,বাইবা ছড়া এলাকার শীতার্ত নাকি শীতার্ত ১০০ পরিবারের মাঝে অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি,জি কতৃর্ক বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে মেজর মোঃ নাজমুল হাসান, এএমসি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া,কোয়াটার মাস্টার , জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেন, এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করনে।
প্রচন্ড শীতে বর্ডার গার্ড বাংলাদেশ কতৃর্ক শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার-ভোগীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত