মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
বান্দরবানের রুমা বগালেক কেওক্রাডং সড়কে দার্জিলিং পাড়ার কাছে একটি পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুজন পর্যটক নিহত ও আটজন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। জিপটি পর্যটনকেন্দ্র কেউক্রাডং পাহাড় চূড়া থেকে পর্যটকদের নিয়ে রুমার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
ঘটনার পর কেউক্রাডং সেনা ক্যাম্পের সেনা সদস্য, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে। বর্তমানে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে।
এছাড়া গুরুতর আহত পাঁচজনকে সেনাবাহিনীর এম্বুলেন্সে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তবে হতাহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। পর্যটকরা ঢাকা থেকে গতকাল বগা লেকে বেড়াতে গিয়েছিল।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত