মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
বান্দরবান সংসদীয় আসন থেকে সপ্তম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংকে বীরোচিত সংবর্ধনা দিল বান্দরবানবাসী। দুই শতাধিক তোরণ ও হাজারো মানুষের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পাহাড়ের বীর। শপথ গ্রহণের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে বান্দরবান এসে পৌঁছলে তাকে এ সংবর্ধনা দেয় বান্দরবানবাসী।
দোহাজারী থেকে শুরু হয়ে বান্দরবান শহরের উজানী পাড়া মধ্যমপাড়া হয়ে রাজার মাঠ পর্যন্ত পথে পথে নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে বরণ করে নেয় বীর বাহাদুরকে। বিকেলে শহরের রাজার মাঠে বিশাল গণসংবর্ধনার আয়োজন করে বান্দরবান জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী জড় হয় রাজার মাঠে। নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় বান্দরবান শহর।
সংবর্ধনা জবাবে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন বান্দরবানকে স্মার্ট ও আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে। দল মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে সবার পরামর্শে বান্দরবান কে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আবাসিক হিসেবে গড়ে তোলা হবে। সেই সাথে বেকারত্ব নিরসনে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। সপ্তমবারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে বান্দরবানবাসী যে প্রতিদান দিয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে বীর বাহাদুর বলেন আগামী পাঁচটি বছর বান্দরবানবাসীর জন্য তিনি কাজ করে যাবেন নিরলস ভাবে। সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীর বাহাদুরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত