মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে শীতার্ত এতিম, গরিব ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্ট্রাকশন ব্রিগেড এর উদ্যোগ ও ২০ ইসিবি রামগড় প্রকল্প ক্যাম্প এর বাস্তবায়নে ২০০ শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন ২০ ইসিবি প্রকল্প কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ আবু সালেহ।
এসময় ২০ ইসিবির ওয়ারেন্টর অফিসার ইমরান শিকদার,রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,স্থানীয় সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তীব্র শীতে স্থানীয় গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ জনগণ।