মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারায় ৩০ কোটি ২৫ লাখ টাকার গাজা ধ্বংস করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চালানো হয়েছে এই অভিযান। তবে এঘটনায় কাউকেই গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
গুইমারা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক স্থানে গহীন অরণ্যে দুর্গম পাহাড়ের পাদদেশে অনুমান পরিত্যক্ত তিন একর ভূমিতে এসব গাজা চাষ করা হয়েছিল। যেখান তিন হাজার ২৫টি পরিপূর্ণ গাঁজা গাছ পাওয়া গেছে। সব মিলিয়ে এসব গাঁজার ওজন ত্রিশ হাজার দুইশো পঞ্চাশ কেজি। যার স্হানীয় বাজার মূল্য ত্রিশ কোটি পঁচিশ লাখ টাকা।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল ও অফিসার ইনচার্জ,গুইমারা থানার অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ের অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে এসব গাঁজা উদ্ধার পূর্বক খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলমের উপস্থিতিতে জব্দকৃত ত্রিশ হাজার দুইশো পঞ্চাশ কেজি হতে ১৫ (পনের) কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংরক্ষণ করে বাকি ৩০ হাজার ২৩৫ কেজি গাঁজা ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত