মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
আইন-শৃঙ্খলা রক্ষাসহ পেশাগত দায়িত্ব পালনে অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ভালো কাজের স্বীকৃত স্বরূপ খাগড়াছড়িতে টানা দুইবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ।
গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)দেব প্রিয় দাশ।
এসময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃজসিম উদ্দীন পিপিএম,খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃতফিকুল আলম,সহকারী পুলিশ সুপার(এসএএফ)সৈয়দ মুমিদ রায়হান সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব প্রিয় দাশ জানান, এ অর্জন রামগড় থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সসহ রামগড়ের সর্বস্তরের জনসাধারনকে উৎসর্গ করলাম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত