• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

খাগড়াছড়ির ১৯৬টি’র মধ্যে ৮৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩ কেন্দ্রে যাবে হেলিকপ্টার

স্টাফ রিপোর্টার / ২৯২ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

 

ডেস্ক রিপাের্ট:: আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে ৯টি উপজেলায় মোট ১৯৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র হিসেবে ১৫টি, সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে ৮২টি এবং অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ৮৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।
এসব অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছানো হবে জনবলসহ নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্র ৩টি হলো লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরটি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আনা-নেয়ার কাজে এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খাগড়াছড়িতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে মাটিরাঙ্গা উপজেলায়। এ উপজেলায় ৩২টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকেই অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

এ ছাড়াও খাগড়াছড়ি সদরে ৩৬টি কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৬টি, পানছড়িতে ২৪টির মধ্যে ১১টি, রামগড়ে ১৬টির মধ্যে ৮টি, লক্ষ্মীছড়িতে ১২টির মধ্যে ৫টি, মানিকছড়িতে ২০টির মধ্যে ৪টি, গুইমারায় ১৩টির মধ্যে ৪টি, দীঘিনালা ে২৯টির মধ্যে ৩টি, মহালছড়িতে ১৪টির মধ্যে ৩টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৯টি উপজেলা নিয়ে গঠিত ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ১৯৬ কেন্দ্রে ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে প্রায় ৭০ হাজার তরুণ ভোটার রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে খাগড়াছড়িতে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘নির্বাচনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। সাধারণ ভোটাররা স্বাচ্ছন্দ্যে যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা বদ্ধ পরিকর।’

খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের দিন ভোটাররা যেন নিরাপদে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্গমতার কথা বিবেচনা করে ৩টি কেন্দ্রে নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,র্যাব সকল বাহিনীই নির্বাচনী দায়িত্ব পালন করবে। প্রতিটি উপজেলায় কেন্দ্রভিত্তিক ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। খাগড়াছড়িতে আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ