মোঃ সালাউদ্দিন:-
সারাদেশের নেয় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নতুন বছরের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
১ জানুয়ারি সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
এবারে গুইমারা উপজেলায় মোট ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,সরকারি উচ্চ বিদ্যালয়০১টি, বেসরকারি উচ্চ বিদ্যালয় ১৪টি ও ৩ টিমাদ্রাসায় একি সময়ে বই বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের অভিবাবক সহ ছাত্র ছাত্রী বৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন,ধারাবাহিক ভাবে প্রতি বছর ১ জানুয়ারি বই বিতরণ, উপবিত্তি প্রদান, মাতৃত্বকালিন ভাতা সহ সকল ধরনের সরকার প্রদত্ত সুযোগ সুবিধার বিষয় তুলে ধরেন তিনি পাশাপাশি এধারাঅব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় নির্বাচনে উৎসব মুখর ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে আহবান জানান মেমং মারমা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত