করোনা কালীন সময়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ জামাত, কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ই জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী, প্যানেল মেয়র হেলাল উদ্দিন সহ পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
আয়োজিত সভায় ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু বেচা-কেনা করাসহ কুরবানী পরবর্তী সময়ে যাতে বর্জ্য আবর্জনা দ্রুত অপসারণ করার সিন্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত