সাইফুর রহমান পারভেজ গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে পরিকল্পিতভাবে সারাবাড়িতে পেট্রোল ছিটিয়ে ও রশি টানিয়ে ঘড়ের মধ্যে আগুন প্রবেশ করানো এবং বাড়ির চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টায় চালিয়েছে দূর্বত্তারা। আতঙ্কে পরিবারটি পুলিশের হাতে উদ্ধার ব্যাবহারিত ১০ টি পেট্রোল ভরতি বোতল ও রশি।
শনিবার (২৪ডিসেম্বর) দিবাগত ১২দিকে দৌলতদিয়ার ইউনিয়নের ৯ নং ওর্য়াড়ে হুকুম মাত্বরের পাড়ায় এই ঘটনা ঘটে।
পরিবারের পক্ষ থেকে মো.সাহাজান শেখ বলেন,আমাদের বাড়ি মেরামতের কাজ চলছে। আমরা পরিবারে সংখ্যায় বেশি হওয়ায় ছেলে সন্তান গুলো উপরে ও আমি এবং আমার সহধর্মিণীকে নিয়ে বিছানা করে নিচে ঘুমাই। হটাৎ দেখি দরজার নিজ দিয়ে আগুন জলজল করছে। আমি চিৎকার দিলে আশে পাশের মানুষ জাগ্রতহয়ে আগুন নিয়ন্ত্রত করে।
পাশের গ্রামের আরমান শেখ বলেন, মাঝরাতে আগুন আগুন চিৎকার শুনে দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রত করি। পেট্রোল ভরতি বোতল ও রশি দেখে প্রাথমিক ভাবে ধারনা করা পরিকল্পতি ভাবে আগুন দেওয়া চেষ্টা। আমরা পরে গোয়ালন্দ ঘাট থানা কে আবগত করি।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ প্রানবন্ধু বিশ্বাস বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। ১০বোতল পেট্রোল ও রশি আলামত হিসাবে পেয়েছি তদন্ত প্রক্রিয়াধীন।