সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে জমজমাট নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। যৌনপল্লীর নারী ও শিশুদের জন্য কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি ও মুসলিম চ্যারেটি (ইউকে) এর আর্থিক সহযোগিতায় ‘চাইল্ড ক্লাবের’ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল দশটায় দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘চাইল্ড ক্লাব’ তাদের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে মোট ৬৫০ জন শিশু গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে দৌলতদিয়া যৌনপল্লী ও এর পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করা এবং তাদের সুষ্ঠু বিকাশের লক্ষ্য চাইল্ড ক্লাব প্রতিষ্ঠা করা হয়। তখন হতেই প্রতিবছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী,বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, অফিসার গোয়ালন্দ, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ক্লাবের ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সিতার প্রতিক্রিয়ায় বলেন, এখানে এসে আমি অভিভূত। এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের নেতৃত্ব বিকাশ ও গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে এ নির্বাচন ভবিষ্যতে তাদের পাথেয় হয়ে থাকবে। এত সুন্দর আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।