মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধ
যশোর সদরের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহতের ঘটনা ঘটেছে।
রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ও নাজমুল দুর্ঘটনাই কবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত । পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে।
দুর্ঘটনাকালে ক্রসিংয়ের ব্যরিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল বলে প্রাথমিক ভাবে জানা যায় যে।
স্থানীয়রা জানায়, রোববার ভোরে মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোরের দিকে আসছিল। রকেট মেইল ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনা যাচ্ছিল। কিন্তু এ সময় যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ের ব্যরিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল। ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।
ঘটনার সময় রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত