স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির গুইমারায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসাররা অংশ নেয়। সহকারী রিটার্নিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮নং খাগড়াছড়ি আসনের রিটার্নিং অফিসার মো: সহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মুক্তা ধর,খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল আলম।
কর্মশালায় রামগড় সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন,গুইমারা থানার ওসি মুহাম্মদ আরিফুল আমিন,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ স্থানীয় গন্যমান্যরা এতে অংশ নেন।
এতে প্রধান অতিথি বলেন, নিষ্ঠার সাথে সুষ্ঠ-সুন্দর পরিবেশ বজায় রাখার মধ্য দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। এ জন্য নিজের উপর অর্পিত দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শুধু তাই নয় আমরা যথাযথ ভাবে আমাদের দায়িত্ব পালনে অঙ্গিকার করার পাশাপাশি নিজেদের সকল বির্তকের বাহিরে রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রস্তুত আছে। শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ প্রশাসনিক সকল সার্পোট থাকবে পুলিশের পক্ষ থেকে। তাই নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক ভূমিকা পালনে পুলিশ বদ্ধপরিকর বলে তিনি জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত