রিপন ওঝা,মহালছড়ি
মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারের পার্শ্ববর্তী এলাকা মাইসছড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা কাজল বড়ুয়ার বসত ঘরে
১০ডিসেম্বর ২০২৪ দিবাগত রাত ১২: ৩০ মিনিটে আগুনে বসতঘর টি সম্পূর্ণ পুড়ে ছাই যায়।
স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সৈনিক এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণেই কাজল বড়ুয়ার সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
উক্ত এলাকার জনপ্রতিনিধি মোঃ মনির হোসেন বলেন, ঘরটিতে গ্রামীণ ব্যাংকের সাপ্তাহিক ক্ষুদ্রঋণের কার্যক্রম পরিচালিত হতো। উক্ত ঘরেই কাজল বড়ুয়া স্ত্রী সংসারযাপন করতেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র,ব্যবহৃত আসবাবপত্র, বাচ্চাসহ ২টি বড় দেশি ছাগল, নগদ অর্থসহ ২লক্ষ সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ঘর হতে শীতকালীন ব্যবহৃত শীতবস্ত্র, কম্বল, লেপ, কাতা, বালিশ, পাটি কিছুই রক্ষা করতে সক্ষম হয় নি।
স্থানীয় জনগণ থেকে জানা যায় যে, সোলার প্যানেল সর্টসার্কিট থেকে ফুলকি পড়ে গরুর খড়কুটোর এই আগুনের সৃষ্টি হয়েছে।