মো: আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:
"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়, র্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মো: ইউনুস আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ডলি মারমা।
এসময় অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইশতিয়াক আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, দুর্নীতি দমন কমিশন মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো: মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো: আশরাফ উদ্দিন খোন্দকার, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: হাবিবুর রহমান খানসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বেগম রোকেয়া দিবসে সমাজের সকল শ্রেণি-পেশার নারীদের ঘরে বসে না থেকে সমাজ বিনির্মাণে উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানান। নারীদের পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে এটাই সবার প্রত্যাশা।
আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা বলিটিলা দু:স্থ মহিলা কল্যাণ সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।
এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন, মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত