দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে খাগড়াছড়ির নয় থানার মধ্যে ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিভিন্ন থানায় বদলী/পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম-বার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগাড়ছড়ির দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীকে পাশের জেলা রাঙ্গামাটির কোতয়ালী থানার ওসি, মানিকছড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিমকে রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার ওসি, মহালছড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান খান-কে রাঙ্গামাটির সাজেক থানার ওসি, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ-কে রাঙ্গামাটির লংগদু থানার ওসি, লক্ষীছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ মাহমুদ ভুইয়াকে রাঙ্গামাটির বরকল থানার ওসি ও গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব চন্দ্র কর-কে রাঙ্গামাটির কাপ্তই থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলী করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে রাঙ্গামাটির কোতয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন-তে গুইমারা থানার ওসি, রাঙ্গামাটির সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক-কে দীঘিনালা থানার ওসি, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আজমকে পানছড়ি থানার ওসি, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল উদ্দিনকে মানিকছড়ি থানার ওসি, রাজস্থলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসাইনকে লক্ষীছড়ি থানার ওসি ও বরকল থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিনকে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত