দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে খাগাড়ছড়ির তিন ইউএনওকে দেশের বিভিন্ন উপজেলায় বদলী/পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগাড়ছড়ির মানিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধূরীকে রাঙ্গামাটির কাউখালী, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বদলী করা হয়েছে। রাঙ্গামাটির কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়াকে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদকে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গেল ৪ ডিসেম্বর অপর এক প্রজ্ঞাপনে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে লক্ষীপুরের রায়পুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনজন দাশকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত